মাঝরাতে চুপি চুপি ঢুকে পড়ে সে ।
লেপের ভিতরে ।  হাত চারিয়ে দেখি - শীত !
হতভাগা, কখন ঢুকেছে এসে আমাকে ফাঁকি দিতে !  


আমি খুব একা হয়ে আছি ,  ইলিয়েনা
এমন শীতের দেশে
একটু ওমের জন্য যেখানে ঘুরে মরতে হয়
নিরুদ্দেশে,  
এখানে ওখানে ।
ঝংকৃত আগ্নেয়গিরি বুকে রেখে তুমি জেগে
বসে আছ অন্য কারো দেশে  , আর
আমি একটু আগুনের তরে ঘুরে ঘুরে
ক্লান্ত হয়ে শেষে পুরাতন লেপের কাছে  
ফিরে দেখি -
শীতও তোমার শরীরের লোভে  
আমার লেপের ভেতরে ঢুকে বসে আছে...
একটু উষ্ণতার আশে ।


কি কঠিন বিড়ম্বনায় পড়েছি যে... দ্যাখো এসে ।


        ------ (১৮/১২/১৫)