দূর থেকে দেখছি আমি, দেখছি তাঁর শীর্ণ শরীর
ভিজে যাচ্ছে ঝুম কুয়াশায়
তাঁকে জমিয়ে দিচ্ছে রাত্রির হিম,
চোখের নীচে অন্ধকার কঠিন হয়েছে যন্ত্রণায়
শুকিয়ে যায়নি এখনো পেরেকের ক্ষত
ফোঁটা ফোঁটা রক্তের সাথে করুণা ঝরছে মাটিতে
আর্ত পৃথিবী ভিজে যাচ্ছে কুয়াশায়, ভিজে যাচ্ছে অশ্রু ধারায়
মায়াবী নিয়নের আলো থেকে মুখ ফিরিয়ে আছেন তিনি
হয়তো  লজ্জায়  

তিনি আজ শুভেচ্ছা পাঠিয়েছেন  তাদের , যারা
তাঁর জন্মদিনে হোটেলে পানশালায় আনন্দে মেতেছে ,
তিনি ক্ষমা করে দিয়েছেন তাদের  
যারা তাঁকে ভুলে গিয়ে মদালসা রাত্রির মৌতাতে ডুবেছে


আজ তিনি একা হয়ে
দাঁড়িয়েছেন রাস্তার ধারে শীতার্ত পথশিশুটির শিয়রে,  
প্ল্যাস্টিকের আড়াল হয়ে ।
দাঁড়িয়েছেন তিনি, খদ্দেরহীন বিবর্ণ পথবেশ্যাটির পাশে
আলোর আড়াল হয়ে ।
অবিচারের  পেরেকে,  দুর্দশার ক্রুশকাঠে ঝুলছে যারা
পাশে এসে দাঁড়িয়েছেন তাদের,
সান্তনার বানী ছাড়া
কিছুই যে নেই দেওয়ার, সে লজ্জায় কি মূক হয়ে আছেন ?  

          ---( ২৬/১২/১৫)