চমকে উঠি
হারানো প্রাপ্তি নিরুদ্দেশের কলামে ছবি দেখি  
খালপারে বাজে পেঁপেডাঁটার বাঁশী
ছেঁড়া কাঁথা , তোবড়ানো হাঁড়ি,  ফুটো কলসি রেখে
এধারে ওধারে
ভবিতব্য শুয়ে আছে  হাড় মাংস পুড়ে
দূরত্বের গায়ে একদলা কামিনী সিঁদুর
ডগমগে উপস্থিতি তার  দিনকে রাত্রির বিভীষিকায়
টেনে নিয়ে যায়...


ভালোবাসা খুবই কঠিন কথা,
হয়তো ছিল সে একা এবং
নিতান্তই একা জোয়ার ভাঁটায়
অপেক্ষা করে থাকি নিরুদ্দেশের ছবি ধরে
হারানো তারা ঝরে ঝরে পড়ে শুকনো দিনান্তের প'রে
জ্বলতে থাকে সিঁদুরের দাগ,
জ্বলতে থাকে মাটির লাবন্য
জ্বলতে থাকে পরিণামহীন অনন্ত জিজ্ঞাসা

এক পশলা  বৃষ্টিধারার অপেক্ষা সময়কে আরও বৃদ্ধ করে দেয়
একজন্ম জমা শুকনো পাতা উন্মুখ হয়ে আছে নিরুদ্দেশের কলামে
ফিরবে কি ,  ফিরবে  না সে সরস সময়ে, একমাত্র সে জানে, সেই জানে...।


                          -----(৩০/১২/২০১৫)