এ জগত সংসার সবই তাঁর গড়া
সৃষ্টি আর স্রষ্টার এমন সমীকরণে  
আপত্তি নেই কোন
শুধু
একটা কথা বুঝতে পারি না  
সব সৃষ্টি হয় যদি  স্রষ্টার হাতে  
তবে স্রস্টাকে সৃষ্টি করলেন কে -
এ প্রশ্নের উত্তর কি হবে ?  
আবার যদি স্রষ্টা শয়ম্ভু হতে পারেন
তবে সৃষ্টি শয়ম্ভু হতে কেন পারবে না  ?


তর্কের সিঁড়িটা কি কোনদিন শেষ হবে?  


                   ----- ৩১/১২/২০১৫