প্রতিদিনের বেহুদা কপি আর একটা দিন
কালকের মত রঙ রূপ তার বৈশিষ্ট বিহীন
গাছ পাতা খাম বা কার্ড যে নাম তাকে দিই
সব নামে মানাবে সে কোন বিশেষ ফারাক নাই
তেমনই একটা দিন কে আজ ভালো করে ধুয়ে
বেলুন ফুল রঙকাগজ দিয়ে সাজিয়ে গুছিয়ে
পাউডার পমেটম রুজ মাখিয়ে নববধূ সাজাই
মনকে চোখ ঠেরে বলি - নিউ ইয়ার তুই , তোর জবাব নাই ।


খান কতক গোদা গোদা রেজলুসান নিলাম  
আজ থেকে গেঁড়ে আমি,  নূতন মানুষ হলাম
নব উদ্যম,  নব আশা,  নব নব উচ্ছ্বাস  
নিতে হিমশিম দেড়পোয়া বুক, করে হাঁস ফাঁস
ফেবুক, টুইটখাতা, নানান অ্যাপের গ্যাপ
জাঁকালো হাজার বানীর ঠেলায় উপচে পড়ছে ভ্যাট ।


রাত পোয়ালে যেই কে সেই , প্যান্তাখেঁচাং  দিন
নুন আনতে পান্তা কাবার , কাছা সামলাতে হিমসিম
মাঝের একটা দিনকে শুধু নববধূ সাজাই
মনকে চোখ ঠেরে বলি- নিউ ইয়ার তুই , তোর জবাব নাই ।।


                        --- ১লা জানুয়ারি, ২০১৬