বিরহ বুঝতে গেছি ক্ষীণতোয়া নদীর কিনারে
তৃষ্ণার জল যার ডুবছে বালির পাহাড়ে
প্রথম প্রেমের ভাগ সমস্ত দিয়েছি যাকে
সে লাল গোলাপ কাঁটায় রক্তাক্ত করেছে
জোছনা আর চাঁদ নিয়ে মাতামাতি শিল্পের ঘরে ঘরে
বিরহী সংবাদ বয়ে বেড়ানো মেঘ , অতি মাত্রায় কান্না  হয়ে
ঝরেছে অকালে  
বন্যায় থৈ থৈ ঘরদোর গেছে ভেসে


বুক ডোবা জল থেকে দুহাত বাড়িয়ে ছুঁড়েছি আর্তনাদ -
হাত ধরে তুলেছে যে, সে কোন উপমা নয়
সে এক  মানুষ।
সে আর একটা মানুষ,
কবিতায় বা গানে যাকে দেখিনি বিশেষ করে
সেই নিতান্ত সাধারন মানুষ থাকে পাশে
দিনগত আসা যাওয়ায়,আশায় ভরসায় রয়ে সয়ে...।


বাকি সব কথার কথা,  হয়েছে জানা
আমি তাই মনে করি - মানুষই শ্রেষ্ঠ উপমা ।।


                           ----- ২।২।১৬