গোল গোল পথের প্রান্তসীমা ভুল ভেবেছি দিগন্তকে
কমলালেবুর খোসা ছাড়ানো শীত খুলেছি পিকনিকে,
দূরে যেখানে  রেল ব্রিজের নীচে নদীর কোমর  গেছে বেঁকে,  
বিরক্ত জলের পাশে বসে নষ্ট করেছি তাকে
বিলিতি বোতলের ভাঙা কাঁচে ,অসভ্য প্লাস্টিকে  


ক্রমাগত ভুল ঠিকানায় ঘুরে ঘুরে,একদিন স্থির হয়ে দেখি
নিজের জন্য রাখা স্থলপদ্ম গুলি আমি কোথায় ভুলেছি
যে ফুলগুলি ফুটেছিল ভৈরবীর সুরে,  আমার বারান্দায়
ভিজেছিল ভোরের হিমে,  অন্তস্থিত প্রবল জিজ্ঞাসায়


তারপর,
তারপর সটান রাস্তার ধুলোমাটি ,  
তারপর নদীর বাঁকা চর, রেল ব্রিজ
দুদণ্ডের খেলা খেলা পিকনিকের ঘর
ব্যাস...।


                 ----- (৯/২/২০১৬)