লাগ লাগ লাগ ভেল্কি লাগ , লাগ পাকে পাকে পাক
উই ঢিবি ঝেড়ে মহামুনি যেমন  হুংকারে অভিশাপ
ক্রৌঞ্চ  মিথুন মারার ফল বুঝবি রে কিরাত
লাগ লাগ লাগ রে জিহ্বায় শ্লোকের জোয়ার লাগ
কার আইজ্ঞা ?  
গজাননের আজ্ঞা,
কার আইজ্ঞা ?
বুড়া শিবের আজ্ঞা ,
কার আইজ্ঞা ?
বাগদেবীর আজ্ঞা ।।
*
*  
*  
হাঁসুয়া ধরে বনে বাদাড়ে ঘুরতে পারব না মা
পারবো না মেরেধরে লুট করতে পথিক কে
দস্যু বৃত্তি দূরের কথা, দুরমুশ হয়েছি নিজের বৃত্তিতে
বনপথের পথিক নয়, বরং ক্ষতবিক্ষত করেছি নিজেকে
পরিণতিহীন রচনার মায়া জপেছি জীবনভর
পারিনি  সহস্র বর্ষ মহানাম জপ করে যেতে  
তবু মনে আশা , তোর পদছাপের পিছু নিয়েছি
মা ডেকেছি তোকে - ।


তোর ছোঁয়ায় দস্যু রত্নাকর, হয়েছে মহাকাব্য রত্নাকর  
তার সামান্য ছিটে ফোঁটা যদি লাগে হাতে
ধন্য হয়ে যাবো মা তোর অধম সন্তান এ যে
হাজার শ্লোক চাইছি না মা,  দিও কয়েক  লাইন বঁড়শির মত
গেঁথে যাবে লোকের মনে সারা জনমের ক্ষত -  
বুকের ভেতর রইবে খালি, একা করে যাবে
যে খুঁজবে নিজেকে , সে যেন আমাকেও পাবে...


প্রজ্ঞা ছুঁয়ে  পার লাগা মা,  লিখবো দুচার কথা
আমার শব্দে দাঁড়াও এসে ,  প্রজ্ঞাপারমিতা ।।


          ---বসন্ত পঞ্চমী ( ১৩_২_২০১৬)