হিম মথিত দিনগুলি এবার ফুরিয়ে এলো
স্বমহিমায় ফিরছে দিনকরের ভ্রুকুটি
মাঠের সবুজ সমারোহে  সোনালি প্রলেপ লেগে গেল
এসময়ে দীর্ঘশ্বাস খেজুরের নিরক্ত ধমনী ছুঁয়ে যায়
- আবার একটি বছর হবে প্রতীক্ষার ।


শিশির ছড়ানো ভোরের ছবি রইল তোলা
আলমারি বন্ধ হল ছাতের রোদ পোহানো বেলা  
বিদ্ধ সময়ে সজনার ফুল ভরে দিল বিকেলগুলো
আমের বকুলে ডাকাডাকি
বাতাসে ভাসাল তাদের পারফিউম চোবানো চিঠি,


বিরহী প্রজাপতি ঘুরে ঘুরে উড়ছে ফুল ফুরানো
  চন্দ্রমল্লিকার ঝাড়ে
বাগানে সাইনবোর্ড ঝুলিয়ে দিল মলিন টব  গাঁদার
- আবার একটি বছর রইল প্রতীক্ষার ।


লেপ জড়ানো হিমেল রাত্রির কালো
বিলাপে হারালো ,
তোমার শরীরের যত সন্ধির ওম নিতে নিতে
জীবনের মৌতাত  বাকি রয়ে গেল
কোকিলের তীক্ষ্ণ কু কু  রব  
ভোরের আবছায়া আগুন জড়ানো ঘুমের ঘোর
বলে গেল
- আবার একটি বছরের   প্রতীক্ষা রয়ে গেল


       ------(১৭/২/১৬)