পাথরে পাথরে
       . শুয়ে ঘুম
পাথরে পাথরে
      .ঠুকে আগুন


সুত্রটি কোথায় লুকিয়ে থাকে  ?


হাতে হাত সারা  পথ
        হাতে হাতে শপথ
সেই হাতে তীক্ষ্ণ ছোরা
      উঠে আসে !


সুত্রটি কোথায় লুকিয়ে থাকে  ?


অধরা থেকে যায়
              .গোপন কথাটি
বেদখল  হয়ে যায়
              .চাষ যোগ্য মাটি
টুকরো টুকরো নিয়ে
     .জোড়াতালি দিয়ে দিয়ে
বুনে চলি জীবনের নকশী কাঁথাটি ।।


                     ------- (৩০/৩/২০১৬)