***১
সরোবরে বন্দী জল , ছায়াবন্ধী  বিগ্রহী বট
বোতলবন্দী আগুন আর রোদজ্বলা নির্জন পট
এই প্রকৃতি আমাদের নয়, জানি
এই সময় হয়তো অন্য কিছুর  প্রতীক্ষা করেছিল , মানি
কিন্তু এই জীবনের প্রতিবিম্ব খানি বহুযুগ ধরে
রঙের প্রলেপহীন হয়ে আছে
কি করে ভরব তাকে , সেই দুশ্চিন্তায় এমন বেহেড
আজ  হয়েছি যে  ...।



***২
ল্যাঙট চাপা গুপ্তরোগ নিরাময়ের নিমিত্তে
আমরা ঘুরে বেড়াচ্ছি  কাঁটার  জঙ্গলে
সে জঙ্গলে আছে সাপ, আছে পাপ, আছে
হেঁটমুণ্ড  বাদুড়ের দৃষ্টিবিলাপ
বিশল্যকরণী চিনি না বলে ঘুরে ঘুরে হয়রান


জঙ্গল শেষ হলে , পাকা পথ,  সাজানো চারধার  
রাশি রাশি ল্যাঙট আর রক্ত মাখা মাংসের বাজার।




***৩
আমরা হেঁটে হেঁটে হয়রান হয়ে একদিন চাইবো ফিরে যেতে
যারা আমাদের দূর দূর করে সরাইখানার মৌতাতে মজে আছে
তাঁদের সঙ্গে দেখা হবে
তারা যে জানতে চাইবে – দিন বদলের কি আশা উপার্জন করেছি
এত কষ্ট শেষে
পায়ের দগদগে ক্ষত ছাড়া আর কি দেখাবার আছে......
থমকে রয়েছি তাই পথ পাশে


         -------------( ৬/৫/২০১৬)