যে ভাবেই পারো একটুকু  ছুঁয়ে থেকো
কাছে বা দূরে যেখানেই তুমি থাকো
হাতে হাত রেখে না হয় গেল  বসা
চোখের তারায় লিখলে  না ভালোবাসা
স্মৃতির পাতায় বরষা ঝরছে , ঝরুক
বুকের পরিখা  বেনোজলে ভরছে, ভরুক


কত দূরে গেলে পেছনে তাকাতে হয়
কত কাছে এলে হয় বাঁধ ভাঙার ভয়
এসব কথা আমারা তো ভালো জানি
আকাশে বাতাসে প্রেতিনীর কানাকানি
বড় ভয় হয় একা একা হয়ে যাওয়ার
আকাশ ভরেছে হাজার হাজার টাওয়ার
সান্নিধ্যের মধু সেলফোন কুরে খায়
মিছিমিছি কথা শুধুশুধু ভেসে যায়


সশরীরে এসো, না এলেও ক্ষতি নেই            
হৃদয়ের মাঝে    হৃদয়ের ছোঁয়া  চাই  
পৃথিবীর ভূমি জঞ্জালে গেছে ভরে
পথ হারিয়েছে ব্রিজের ধাঁধাঁয় ঘুরে
সপ্ত আকাশ সপ্ত পাতাল আছে
ইথার ছাড়াও হৃদয় তরঙ্গ নাচে
সেখানে কোথাও একটু জায়গা রেখো
যেভাবেই পারো , একটুকু ছুঁয়ে থেকো ।।


      ------- (১৯/৬/২০১৬)