গুছিয়ে করতে গেলে কোঁচা হয়ে যায়
কবিতা হয় না কিছুতে
কি গেরোয় যে পড়েছি হায়
বন্ধুরা জানে তবু  গোছানো কবিতা চায় ।  


ময়ূরপঙ্খী কোঁচা সাজিয়ে চলা কি সোজা ?
ধুন্দুমার হেঁতালের বনে কমলকলিকা খোঁজা
        কি গেরোয় যে পড়েছি হায়
            কোঁচা সামলান দায়
যত ভাবি গুছিয়ে লিখি, তত কাছা খুলে যায় ।


  কি করে গোছাব বল শব্দের রাশি
যা দেখলে খুশি হবে আট থেকে আশি
    কাব্যের কারিকুরি, প্লাস্টিক সার্জারি
আমার কলমে খালি ফুটিফাটা কেলো হাঁড়ি
বুড়ো হতে থাকি যত, অগোছালো হই তত
        কি গেরোয় যে পড়েছি হায়
গুছিয়ে টুছিয়ে তবু   কোঁচা কাছা করা যায়
     কবিতা বানানো বল কি বিষম দায় ...

     ---১৯/১০/১৬