ছোট্ট একটা নাম ধরে যে আমরা সবাই ডাকি,
তাকে কাছে পেলে আমরা আনন্দতে মাতি!
মা! ওমা কোথায় গেলে তুমি?
কাছে এসো তোমায় ছাড়া বাচিঁ না যে আমি!


খোদা তোমায় যদিনা পাঠাতো এই ভবেরই পরে,
আমি কি দেখিতে পারিতাম ধরা দুটি নয়ন ভরে!
স্নেহ দিয়ে ভরিয়ে দিলে আমার মনের ঘর,
তুমি মহান ওগো প্রিয়,সোনা মা আমার!


মাকে নিয়ে যে গর্ব করি আমি সর্বদাই,
আল্লাহর কাছে প্রার্থণা করি মাকে যেন না হারাই-
স্নেহের সহিত কাছে ডেকে নাও যে বুকে জড়িয়ে,
দোহাই লাগে ওগো মা তুমি যেও নাকো হারিয়ে।


তোমার ছায়ায় আমি যেন থাকি জীবন ভর,
ভালোবাসি তোমায়-সত্যি বলছি মা!
যেও না কখনো ছেড়ে,
তোমাকে আমি হারাতে কভু চাইনা।
                                           (সংক্ষেপিত)