এই নে খোকা আঁকার কলম
এই নে ড্রয়িং খাতা,
ইচ্ছে  মতো খেয়ালখুশি
আঁকতে পারিস যা তা।
.
কানা বগীর ছা এর ছবি
পাল তোলা ওই নায়ের ছবি,
মন যেটা চায় রঙ তুলিতে
সেটাই এঁকে নিস,
গাছের ডালে পাখির বাসা
ক্ষেত খামারের কৃষক চাষা
ভোরবেলাতে কোথায় বসে
দোয়েল বাজায় শিস।
.
বললো খোকন হেসে
এসব কিছু আঁকব সবার শেষে,
সবার আগে মায়ের ছবি
তারপরে এই গাঁয়ের ছবি
মুগ্ধ পরিবেশ,
একটু পরেই আঁকবো আমার
সোনার বাংলাদেশ।