একটু সময় দস্যিপনায় কাটাই যদি ফের
আব্বু এসে বলেন হেসে ঢের হয়েছে ঢের।
ক্লাসের বেলা ক্লাস না করে একটু দিলে ফাঁকি।
স্যার এসে ফের কান ধরে কন ঢং পেয়েছ নাকি?
.
বিকেলবেলা বলটা নিয়ে খেলতে গেলে মাঠে
ভাইয়া এসে ধমকে বলেন বস গিয়ে যা পাঠে।
ভাইয়ার এমন ধমক খেয়ে  দৌড়ে ফিরে বাড়ি,
বাসায় গিয়ে আবার শুনি বোনের কড়া ঝাড়ি।
.
সময় মতো বসতে পাঠে একটু দেরি হলে
আমার পিঠে বাবার হাতের লাল জালি বেত চলে।
মায়ের হুকুম দশটার আগে ঘুম হবে না রাতে,
তাই না হলে থাকবা উপোস ভাত দেব না পাতে।
.
মনটা আমার চায় কি যে ভাই কেউ রাখে না খোঁজ,
এমন ভাবেই রুটিন মাফিক জীবন কাটে রোজ।
রাত্রি হলে ঘুম আসে না বুকটা দুরুদুরু,
সকাল হলেই আবার হবে পাঠের প্যারা শুরু।
.
আরবি পড়ায় মক্তবে যাও ভোরবেলা নেই টুটি,
তার পরে ফের ব্যাগ ঝুলিয়ে বিদ্যালয়ে ছুটি।
ক্লাস করে শেষ প্রস্তুতি নেই খেলতে যাবো যেই
মা এসে কন কিসের খেলা বই নিয়ে বস এই।
.
যখন আমি নাক ঝেড়ে কই হায়রে আমার জ্বালা
অসহ্যকর পাঠের পীড়ায় জীবন ঝালাপালা।
শুনব না আজ শাসন বারণ মানব না আজ কথা।
আজকে আমি খুঁজতে যাব আমার স্বাধীনতা।
.
পড়ব না আর পাঠের পড়া পাঠ কে দিলাম আড়ি,
এমন জীবন রাখব না আর থাকবো না আর বাড়ি।
দেখব আমি এমন করে তোমরা কাকে শেখাও,
এই আমি আজ ঘর ছেড়ে যাই পারলে আমায় ঠেকাও।