এমন হঠাৎ বরিষায়!
যারে মন পেতে চায়।
সে যে চায় নিতে বিদায়!
যার লাগি পরান করে হায় হায়!
সে সখা মোর কত না নির্দয়!
শোনে না সে হৃদয়েরর হাহাকার।
স্রোতস্বিনীর তরে তার যত নিঠুর বিচার।।


চায় যদি সে চলে যেতে,
না যদি চায় মোরে পেতে!
তবে তাই হোক!
বরিষায় আজ মুছে যাক বিরহের শোক।
বারি ধারা ঝরুক আজ অন্যরকম।
ওই জল যেনো ধুয়ে নিয়ে যায় তার নাম।
ধুয়ে যাক যত ছিল অঙ্গীকার!
ধুয়ে যাক প্রেমের যত অধিকার।
দমকা হাওয়ায় নিভে আসা প্রদীপের আবছা আলো-ছায়;
আকাশে বাতাসে করুণ মূর্ছনায়!
বিষন্ন বরষার পরে; থমথমে নিকষ শর্বরী;
কাটুক নাহয় দারুণ একাকী!।।