সেদিন হাটছি পথে একেলা আনমনে
কাঁদো কাঁদো আকাশ বৃষ্টিস্নাত সাঁঝের বেলায়,
হঠাৎ সামনে এলে তুমি
বিস্মিত- নিশ্চল আমি দাঁড়িয়ে নিরুপায়।


এতটুকুও বদলাওনি তুমি
রংতুলির আঁকা ছবি নয়ত তটিনীর ঊর্মি,
নাকি শরতের নীল আকাশ মেঘের শুভ্রতা
আজ আবারো বলতে চায় অনন্য উপমা তুমি।


তবুও আজ দশ বছর পরে
মরীচিকা তুমি কত অচেনা অজানা,
বৃষ্টির ঝাপটায় অশ্রু গুলো আজ মুছে যায়
তাই আরেকবার ভালোবাসি বলা হলো না।


আজো সেই ক্যাসেল ব্রিজের পথের ধারে
যেথায় প্রথম দর্শনে প্রেমের কাব্য রচনা,
সেথায় আবারো আজ দশ বছর পরে
লিখতে চাই কত শত অনুশোচনা।


কিন্তু হায় আবারো চলে গেলে তুমি
দূর কোনো সীমান্তে- আপন ঘরে,
জানি না আর পাব কি না দেখা
ক্যাসেল ব্রিজে আবারো দশ বছর পরে।