সাঁঝের ছায়ায় অতীতের পথ ধরে
বহুকাল পরে হাটছি আবার বালাসী ঘাটের পাড়ে,
রিক্ততা ঘিরে ধরে আমায় আঁধারের চোখ রাঙানি
নাহি খুজে পাই অবেলায় তারে নিকষ কালো আঁধারে।


শাপলার দল গুলো এদিক ওদিক দোল খায়
রমণীরা কলসী কাঁখে গৃহে ফেরে,
মীরাকেল ঘটে গেল!!! চোখ ফেরালাম আমি,
নয়নে নয়ন রেখে ক্ষণিকের তরে।


পিছু নিয়েছিলাম আমি সম্মোহিতের মত,
কুহকেরা ভীড় জমিয়েছিল শত।


ভাবনা গুলো ভোতা হয়ে অবচেতন মনে বলেছিলাম
লোহিতানন হে ঘাঘট নন্দিনী একটু সময় হবে?
বাঁকা একটু হাসি দিয়ে বলেছিলে
সিঁথিতে সিঁদুর দেখনি কি হে পথিক তবে?


বজ্রাঘাত শত করিল আঘাত ক্ষত করে তনু মন
ললিত ভঙ্গিমায় চলে গেলে সেদিন,
বোবা হয়ে শুধু চেয়ে আমি দীর্ঘশ্বাসের ভীড়ে
নামিল আঁধার ধরণী পারে স্মৃতিরা অমলিন।


তবু আজ সহস্র বছর পরে এসেছি ফিরে বালাসী ঘাটের পাড়ে,
বেঁধেছি বুক আশায় শতবার দেখিবার তরে।