শরতের আকাশে পুরনো স্মৃতি লুকানো
ধুলো পড়ে গেছে, ছুঁয়ে দেখিনি একটুও
ডায়েরির পাতায় উইপোকারা বাসা বেধেছে
স্মৃতির জানালার কপাটে ছিটকানি লাগানো।


বহুকাল পরে আজ ডায়েরির ছেঁড়া পাতায়
ছবি হয়ে মনের ক্যানভাসে ফুটে ওঠে,অসমাপ্তস্মৃতি
আলিঙ্গন করে বলেছিলে, অভিমানী সুরে
ওগো, ক্ষণকালে কেন এলে তবে অবেলায়।


বলেছিলাম নব সূর্যের পানে চেয়ে
এখনো তো দুপুর, হয়নি বিকেল
তবে কেন আলাপনে সায়াহ্ন তোমার
জীর্ণতায় যৌবনের লাল সূর্য গিয়েছে কি ছেয়ে।


এক টুকরো শরতের আকাশে, দু'টুকরো তুমি আমি
শুভ্র মেঘের ভেলা হয়ে, ভেসেছিলাম দুজনে
হঠাৎ কালো মেঘ- বৃষ্টি হয়ে ঝরে গেলে
ভেজালে না আমায়, তোমার স্পর্শে মাদকতায় পাগলামি।


পদ্মার মতো নও উন্মত্ত-অনন্ত যৌবনা তুমি
তাই ত্রিশটি শরৎ পরে, সহস্র রাত্রির স্পর্শে
নেই স্পর্শে মাদকতা, বিস্তীর্ণ বক্ষের হাতছানি
বুঝেছি আজ, মহাকালে নয়, ক্ষণকালে তুমি আমি।