আমি ধর্ষিতা নারী


লেখকঃ সাইফুর রহমান শাওন


আমি এক ধর্ষিতা নারী
সমাজের চোখে কলংকিনি
আমি আজ কারো মা নয় বোন নয় মেয়ে নয়
ধর্ষিতা আমি শুধু আমার এটাই পরিচয়
নারী হয়ে জন্ম নিয়েছি সমাজে চলতে করতাম ভয়
পর্দা করা সত্বেও হলাম আমি পরাজয়।।
হাতে পায়ে ধরার পরে দিলোনা মোরে রেহায় করে ছিলাম কতো আত্ম চিৎকার
জানাই তোমাদের পুরুষত্বের উপর ধিক্কার।।
যেই নারীর নিয়েছো মান দিয়েছো পরিচয় ধর্ষিতা নামে
সেই নারীকে কেও ডাকতো মা বোন মেয়ে বলে।
যেই নারীর দেহ হতে জন্ম নিয়ে করো তুমি ভূ-ধর্ষন
সেই নারীকেই তুমি কিভাবে কলংক দিয়ে করো ধর্ষন।।
যতদিন হবেনা বিবেক হবেনা দৃষ্টি ভঙ্গির পরিবর্তন
আইন দিয়ে যাবেনা বন্ধকরা এই দেশে ধর্ষন।।
নারী হয়ে জন্ম নিয়েছি কথা বললে অন্যায়  প্রতিবাদ করলে অপয়া অপবাদকারী
আর ছেলে হলে সে সমাজ কল্যান কারী।।
জাগাও বিবেক থামিয়ে দাও নারীর দিগে নোংরা লোভের থাবা
একদিন তুমি ও হবে কোনো নারীর বাবা।।
আমি ধর্ষিতা নারী পাবো না জানি এই দুনিয়ায় বিচার।।
খোদার দরবারে অবশ্যই হবে আমার প্রতি অন্যায়ের ন্যায়বিচার।।


সমাপ্ত~