প্রিয়তম শত্রু তুমি,
কোথায়, কোন অজানায়,
লুকিয়ে ছিলে এতটা দিন কোন সীমানায়?
ক্লান্তিহীন দৃষ্টি মেলে,
খুঁজেছি আমি দূর বহুদূর,
অথচ ভাবিনি ছায়া হয়ে ছিলে রোদে
তুমি আমারই আকাশের নীলিমায়।


তুমি ভিজিয়েছো বর্ষার জলে,
শীতল করেছো অস্থির এ মন,
আবার কালবৈশাখীর ঝরো বাতাসে
ভেঙ্গে দিয়ে সব,
শিখিয়েছো, জানিয়েছো, বুঝিয়েছো
বেঁচে থাকার আছে কত কারন।


শরতের নিকষ কালো আঁধার রাতে,
স্নিগ্ধ জ‍্যোৎস্না হয়ে,
আলোকিত করেছো,
দেখিয়েছো সেই পথেরই ঠিকানা,
আছে যেখানে জীবনের আনাগোনা।


শীতের উত্তরী হাওয়া হয়ে
তুমিই যে ছিলে কনকনে অনুভূতি
পরক্ষনেই বসন্তের নানান রংয়ের ফুলে,
সুবাসিত ঘ্রানে সুবাসিত করেছো,
ঘ্রানহীন জীবন আমার,


অভাগা আমি, বুঝিনি তবু
আমার রক্তের প্রতিটি অনুতে,
প্রতিটি শিরায়, আমার স্বত্তার সবটা জুড়ে
ছিলে কেবলই তুমি,
ওগো প্রিয়তম শত্রু তুমি,
কোথায়, কোন অজানায়,
লুকিয়ে ছিলে এতটা দিন কোন সীমানায়?