তোমার আছে সে,
তাঁর আছো তুমি
আর আমার আছে
চার দেয়ালের বদ্ধ ভুমি
যার মাঝে শুধুই আমি,


তবু ভেবো না আমি একা,
অনুভুতিতে আছো মিশে,
আছো রক্তের প্রতিটি কনায়,
শিরা, উপশিরায়,
আর বুকের ভেতর
লুকিয়ে থাকা হৃদপিন্ডের ওঠা নামায়,


তুমি থাকো তাঁর কাছে,
সে থাকে কাছে তোমার,
মিলেমিশে তোমরা আজ একাকার,
তবু মনে রেখো আমার আছে
ভালোবাসার স্মৃতি তোমার,
তোমার হাতে আমার হাতের স্পর্শ,
আর আমার ঠোঁটে তোমার নরম ঠোঁটের
স্নিগ্ধ ভালোবাসার আদর।


তুমি বলো তাঁকে,
সে বলে তোমায়,
মগ্ন তোমরা হয়তো তোমাদের কথায়,
আমিও তো মগ্ন থাকি,
অতীতের সেই কথার মেলায়,
সেই সবুজ ঘেরা ছায়া পথে,
বকুল, শিমুল আর কৃষ্ণচূড়া,
আজও আছে, জানো!
পাখিরা আজও গান গায়,
শুধু আনন্দে মাখা সুর হারিয়েছে বিরহে,
কারন আমি যে হারিয়েছি তোমায়।