বেলা যখন পড়ছে ঢলে,
শেষ বিকেলটাও গড়িয়ে সন্ধ্যে হবে বলে,
থাকনা, পিছু ফিরে আর নাই বা তাকালে,
রংধনু! হয়ত হাসে সাতটি রঙে,
পাবে কি তা খুঁজে, আলোরা হারালে আঁধারে...?
তবুও, যদি দেখা মেলে,
অবেলার ক্লান্ত স্পর্শে,
ভালোলাগা যত তোমার, বিষন্নতায় পথ হারাবে,
সমস্ত ইন্দ্রীয় তোমার হয়ত সজাগ রবে,
কিছু কথা, থাকে লেখা চোখে ,
প্রিয়া, আঁধারে চোখ রাখবে কি করে চোখে......?
তবে ভেবোনা, অনেক দূরে চলে এসেছি তাই,
আমি আশা ছেড়েছি,
আলো বা আঁধার, হয়তো পথে থামিনি আমি আর,
তবু সারাটা বেলা,
কারনে অকারনে, বারবার পিছু চেয়েছি,
তাই সে রাতের মত এ রাতেও
নিভু নিভু আলোতে, তোমারই পথ চেয়ে রয়েছি।


(সংগৃহীতঃ আঁধারে পড়ে থাকা মৃতপ্রায় ভালোবাসার নিঃশব্দ আর্তনাদ থেকে)...