এ অবেলায় বুঝি বেলা হলো,
তোমার দেখা দেবার?
অস্থির নয়নে খুঁজেছি চারিধার,
তুমি আসবে বলে।
তখনো তো তুমি ছিলে,
এখনো তুমিই আছো,
তবে আসলে না কেন,
প্রথম বেলার স্নিগ্ধ আলোতে?
আঁধারেও তো পথ চয়ে থাকি তোমার,
কেন এলে শুধু জ‍্যোৎস্না রাতে?
আর এলেই যদি সুন্দরীতমা,
কেন এলেনা পুরোটা হয়ে তুমি আমার?