ভুলে যাসনে তুই
কেউ থাকে তোরই অপেক্ষায়,
তুই আসবি বলে,
তোর রিনিঝিনি হাসির সুরে
ঘুম ভাঙ্গাবি বলে,


ভুলেও ভুলে যাসনে
কেউ থাকে তাকিয়ে তোরই পথ চেয়ে,
সকাল গড়ায়ে তীব্র দুপুরে নোনা ঘামে চোখ জ্বলে,
তবু তোর আঁচলের ছায়ায়
একটু প্রশান্তি মিলবে বলে,


ভুলিসনে কিন্তু
কেউ ভাবে তোর হাত ধরে,
দুপুর ঢলে পড়লে বিকেলের কোলে,
নগ্ন পায়ে সাগর পারের ভেজা বালিতে
সূর্যাস্ত দেখবে বলে,


আবার বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে,
আলো আঁধারির লুকোচুরি খেলায়,
তোর কোলে মাথা রেখে
তোরই রুপের মায়ায় হারিয়ে যাবে বলে,
ভুলে যাসনে তুই
কেউ অস্থির হয়ে থাকে তোর অপেক্ষায়,


আর হঠাৎ করেই
রাতের আঁধারে আলোরা মিলায়ে গেলে,
দুঃখরা যদি এসে ভীড় করে,
জ‍্যোৎস্না হয়ে স্নিগ্ধ স্পর্শে তোর,
ভুলিয়ে দিবি মন আমার,
গায়ে জড়ায়ে তোর ভালোবাসার চাদর
বলবি কানে কানে
শুনছো,, "অপেক্ষা শেষ হলো তোমার",,


ভুলে যাসনে তুই,
এমনি একটি সময় আসবে বলে,
আধো জাগরিত নয়নে,
কেউ থাকে শুধুই তোর অপেক্ষায়...।