আমি যেতে চাই সেখানে, আর এজন্য যদি
সাত সমুদ্র – তের নদী পাড়ি দিতে হয়, দেব।
সাহারা মরুভূমি দিয়ে যেতে হয়, যাবো।
যদি আমাজান অতিক্রম করতে হয়, করবো।
তবু যেতে চাই আমি সেখানে,
যেখানে দেখা মিলবে তোমার।


তোমার দেখা যদি এভারেস্টে পাওয়া যায়,
তবে এভারেস্ট জয় করবো।
তোমার জন্য যদি সাগরের সর্বনিম্ন বিন্দুতে যেতে হয়,
সেখানেও যেতে রাজি আমি,
তোমাকে পেতে যদি মহাশূন্যে উড়াল দিতে হয়,
আমি তাই করবো।


তোমাকে পেতে যদি এ জীবনটা দিতে হয়,
তাতেও আমার কোন আপত্তি নেই।
তবুও তোমায় চাই-ই চাই।
বল মানবতা তুমি আসবে না?
আসবে না আমাদের মাঝে?
ঝঞ্জা-বিক্ষুব্ধ অশান্ত এই পৃথিবীতে
তোমাকে আজ খুবই প্রয়োজন।