আকাশের বিশালতাকে ক্ষুদ্র
মনে হয় আজ,
চাঁদের মাথায় দেখিনা
সৌন্দর্যের তাজ।


ফুলের সুগন্ধ বিমোহিত
করতে পারে না আমাকে,
প্রজাপতির উড়া উড়ি আর ভালো লাগেনা
চেয়ে দেখিনা তাকে।


আকাশের নীল কালো হয়ে আসে,
মেঘরাজি যেন ফ্যালফ্যালিয়ে হাসে।
শ্রাবণের বৃষ্টি-সন্ধ্যা,
আনমনা করতে পারেনা আমায়,
অতীতগুলো আর ফিরে আসে না
ছুড়ে দিয়েছি তাদের দূর অজানায়।


জ্যোৎস্নাকে মনে হয় বিদঘুটে আঁধার
আর আঁধারকে আলো।
সাদা মনের নেই রে কদর
কালোই এখন ভালো।


আজ রাতের আঁধার ভালোবাসি।
রাতের আঁধারে আমি আমার
আরও কাছাকাছি আসি।


জীবনের কাছে হেরে গিয়ে
আঁধারের মাঝে আমায় খুঁজি,
জীবন মনে হয় এমনই-
এমনটাই হয় বুঝি।