একুশের প্রেম
----------------


আজ থেকে ঠিক বছর ষাটেক আগে,
         কয়েকটা ঝকঝকে মেয়ে
আর কয়েকটা তরতাজা ছেলে
        হারিয়ে গিছলো,
শুধু বাংলা ভাষা মাখবে বলে।


ঠোঁটে ছিল গান আর দু'চোখে শপথ।
তবু সেদিন রক্ত সেজেছিল রাজপথ।


ভাষা।
একটা ভাষা।
বিদ্যুতের মতো,আদরের মতো,মায়ের চুলের গন্ধের মতো
একটা ভাষা।
যে ভাষার জন্যে বুক বয়েছিল টনটনে ভালোবাসা।


সেই ভাষা।


সেই ভাষা বাঁচাবে বলে


সেই ভাষা চাখবে বলে


কয়েকটা নামহীন, মুখহীন,  
ছেলে আর মেয়ে
মুক্তো হেসে আর গান গেয়ে গেয়ে
মরে গেল ।


ঝরে গেল ।


আর ছুঁড়ে গেল হাসি।


বাংলা ভাষা । আমি তোমায় ভালোবাসি।