আমার কোনো নাম নেই,
আমাদের সবার একটাই নাম-পথশিশু,
রাস্তায় ফুল হাতে মানানসই আমি বেশ,
স্কুলটা কখনও দেখা হয়নি,
পড়েনি শিক্ষার কোন রেশ-
কেউ দশ,কেউবা বিশ এভাবেই চলছে বেশ।
মাঝে মাঝে মনে হয়-
আচ্ছা এমন কেন হলো?
আমি কেন স্কুলে যেতে পারি না?
আমার কেন পেটের দায়ে কর্ম করতে হয়?
আমি কি জন্মদোষে পাপী?
সমাজ কেন আমাকে তাচ্ছিল্যের চোখে দেখে?
কি দোষ আমার?
স্বাধ আহ্লাদ সব জন্মেই ঘুচে গেছে -
দু'বেলা দুমুঠো ভাতের জন্য যুদ্ধ করছি।
মানচিত্রে কি আমাদের কোন অধিকার নেই?
শুনেছি পথশিশু দিবস নাকি আছে কবে-
সেটা কি আমাদের পথশিশু পরিচয় গাঢ় করার জন্য?
এঁটোকাঁটা খেয়ে জীবন পার-বড় বড় অট্টালিকা দেখে মন বড় করেছি।
আমার কোনো পরিচয় নেই-
আমাদের সবার একটাই পরিচয়-আমরা পথশিশু।
মাথা তুলে দাঁড়াবার নেই কোন জোগাড়,
পথশিশু নামের লোহার পেরেকটা বুকে হাহাকার।
সমাজ নামের শুদ্ধ বাক্যে মোরা আজ নির্বিকার।