আমি যাযাবর-
স্পষ্টবাউন্ডুলে ছন্নছাড়া এক ইচ্ছে ঘুড়ি,
অবিচল কাব্যের অঙ্গরেখা খুঁজে ফেরি;
আমি বরাবরই আমার মতো
নিজের ওজন নিজের কাছে করি।
আমি পথিক -
সোজা নয়,সৎ পথের সন্ধান করি,
থাক সে পথে যত কাঁটা,যত আহাজারি;
আমি বরাবর আমার মতো
নিজের ওজন নিজের কাছে করি।
আমি সাধক-
সুরের সাধক,সুর সাধনা করি,
আপন মনে ভাওয়াল গান ধরি ;
আমি বরাবরই আমার মতো
নিজের ওজন নিজের কাছে করি।
আমি ছন্নছাড়া-
চক্রচরত্ব বরণ করি,
নিস্বার্থ ভবঘুরের বেশ ধারণ করি;
আমি বরাবরই আমার মতো
নিজের ওজন নিজের কাছে করি।
আমি সংস্কারমুক্ত-
খোলা মন নিয়ে ভবের গান ধরি,
চোখে বৃষ্টির ফোটা নিয়ে নীলাকাশ দেখি;
সদা দেহপ্রকোষ্ঠ এ গোপগাথা গড়ি।
আমি আশ্চর্যের রুপকথার চাতকের ন্যায় চেয়ে দেখি-
আহা,ভাবের বাজারে ভাবের দরাদরি।
আমি বরাবরই আমার মতো
নিজের ওজন নিজের কাছেই করি।