আজ ফেব্রুয়ারী অমর একুশ,
এটা গৌরব নাকি লজ্জার একুশ?
আমি জানি না-
আমার আক্ষেপ আছে,আমি দ্বিধান্বিত।  
যে ভাষার জন্য-
বায়ান্নর ফাল্গুনী দুপরে-রমনার বটমূলে ;
মায়ের মুখের ভাষা রক্ষায় বীরদর্পে অবতীর্ণ বাঙলার একদল দামাল ছেলে।
রাজপথে স্লোগান আর মিছিলে দাবি ওঠায় “ উর্দু মানি না,রাষ্ট্রভাষা বাংলা চাই "।
কৃষ্ণচূড়ার তলায় আকষ্মিক শকুনের রক্তিম থাবা-গুলি,রণক্ষেত্রের দামামা-
বুকে ধারণ করে বুলেট বোমা,রক্তে রঞ্জিত হলো যে শহিদের জামা;
সেই ভাষা,সেই রক্তের প্রতিদান কি আমরা দিতে পেরেছি?
আমি জানি না-আমার আক্ষেপ আছে।


রফিক বরকতের রক্তের লাল দাগে রচিত যে বাংলা ভাষা -
সেই ভাষা গৌরব না লজ্জার?
আমি জানি না - আমার আক্ষেপ আছে।
যারা ভাষার সুরতহাল করে প্রতিদিন প্রতিনিয়ত তারা কিভাবে শহিদ মিনারে ফুল দেয়?
আমি জানি না-আমার আক্ষেপ আছে।


যে ভাষার জন্য,
চল্লিশ কিংবা তারচেয়ে'ও বেশি তাজা প্রাণ খসে গেল-লুটিয়ে গেল;
সেই ভাষা,সেই ত্যাগের পরিণতি কেন এতো ভয়াবহ?
আমি জানি না-আমার আক্ষেপ আছে।


আজও রক্তের স্রোতে ভেসে বেড়াচ্ছে অবহেলিত বর্ণমালা;
অপসংস্কৃতি,সামাজিক মুল্যবোধের অবক্ষয়,পশ্চিমা সংস্কৃতির ভীরে কেমন আছে অক্ষরগুলি?
মুর্খের দেশে যে কবিতা'রা বাঁচে না-
সভ্যতার দোহাই আর দ্বিধান্বিত বুদ্ধিজীবী'রা তার'ই প্রমাণ।
পয়সাকড়ি হলেই হলো,আপন পাড়া-মহল্লার মুরব্বি গত হলেই খবর রাখি না-
আর কে-বা রাখবে ভাষার মান!
এটা গৌরব নাকি লজ্জার তীর্থস্থান ?
আমি জানি না-
আমার আক্ষেপ আছে,আমি সন্ধিহান।