মনে পড়ে অনিমেষ,
প্রথম দেখায় স্বর্গলোকের সেই রক্তজবার কথা?
মাঝ রাতের স্মৃতিময় সে টেলিফোনের কথোপকথনের কথা?
মনে পড়ে কি অনিমেষ,
প্রথম হাত ছোঁয়ার সেই উষ্ণ অনুভূতিময় ফেলে আসা স্মৃতির কথা?
কিংবা-
জোছনা রাতে, পিচঢালা নিরিবিলি রাস্তায় হঠাৎ বেরিয়ে পড়ার কথা?
বসন্তের রাঙা গোধূলতে পুরনো ডায়েরি ঘেটে কবিতা পড়ার কথা?
মনে পড়ে কি অনিমেষ,
প্রেমের নামে তোমার সে মিথ্যে প্রহসন,লালিকা প্রেমের কথা?
সর্বস্ব হারিয়ে নিষ্প্রাণ,পাথর হৃদয় বনে যাওয়া সে মেয়েটির কথা?
একবার...
একবারও কি মনে পড়ে না অনিমেষ,
শেষ বিদায়কালীন অশ্রুসিক্ত সেই আঁখিদুটির কথা?