প্রেম ছিলো, প্রেম ছিলো গোপন এ 'অন্তরে
বিবাদ,বিচ্ছেদ কি, তা তো আমি জানি 'নে রে,
ভালো থেকো,ভালো রেখো 'সবি রে;
অতঃপর-
অতঃপর কি জানি কি সন্ধান?
তুমি কিংবা আমি,কে করে আগে প্রস্হান।


দূর অভ্রের তারা-জ্যোতি সুশ্রী লাগে ভারী।
কেহ বা জানে কাছি হেথা লাগিবে কেমন?
সে তো নৈকট্য নক্ষএপুঞ্জের জানান আছে ভারী।
নক্ষত্রের দাম নক্ষত্র দেবে,
বিষে হবে বিষক্ষয়;
ক্ষয়ক্ষতির হিসেব-নিকেশ
সে তো মোর দায় নয়।।