তোমাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিলো আমার,
তুমি বলেছিলো_ভালোবাসি,বিশ্বাস রেখো।
সেদিন দু'জনেই মধুর হাসি হেসেছিলাম;
কে জানতো-
বিশ্বাসের বিশ্বাসহীনতার শেষ হাসিটা আমি সেদিন'ই হাসবো?

দীর্ঘ প্রণয়ের ইতি টেনে আকষ্মিক পুনর প্রত্যাগমন তোমার;
যতটা কাছে তোমাকে চেয়েছিলাম,
ব্যর্থ তুমি-
ততটা দূরে ঠেলে দিতে পারো নি।
এখন তোমার বকুলের মালা কেমন লাগে জানি না ;
তবে-
আমি যাকে চিনতাম তুমি সেই মেয়ে না।

আমি যাকে চিনতাম সে সদয় ধীরস্বভাবের,পা টিপে টিপে হাঁটতো-যেন শব্দ না হয়,
মায়া মায়া চেহারা,সচ্ছ মন,একটু রেগে কথা বললেই অভিযোগের শেষ থাকতো না!
মৃদুস্বরে কথা বলতো মেয়েটি,ভীরু চোখে তাকিয়ে নিজেকে চালাক প্রমান করার চেষ্টা করতো না;
আমি যাকে চিনতাম তুমি সেই মেয়ে না।

কালক্ষেপনের পালাবদলে চরাচর বলদে যায়,
আর আমরা ক্ষুদ্র মানুষ কোন ছাই;
জীবনের উজান ভাটার টান,
মরুভূমির তলদেশে ভেসে আসে রদবদলের গান।
আজ তোমার প্রত্যাবর্তন আমাকে আলোড়িত করে না,
আমি যাকে চিনতাম তুমি সেই মেয়ে না।