_______
নাসরিনের একটা কবিতায় পড়েছিলাম
পুরুষ নাকি যেখানে ঢোকে
পুরুষতন্ত্র-টা নিয়েই ঢোকে!
আমি বলি ঢের হয়েছে পুরুষতন্ত্র,
নারীপুরুষে পক্ষপাত!
এবার আসুক নারীতন্ত্র !
পুরুষের পৌরুষ্য  চূলোয়
যাক!


শুরুটা হোক একেবারে
প্রথম থেকে,
সেই প্রস্তর যুগ
যেখানে গায়ের জোরে
দুটো হরিণ কিম্বা ছাগল মেরে,
পুরুষ হয়েছিল সর্বেসর্বা।
তারপর রাজতন্ত্র
রাজত্ব,
তারপর রাজা।
রাজার রাজত্বও চুলোয় যাক!
গায়ের জোরের আর মুরোদ কি!
এখন, বুদ্ধির দৌড়
বুদ্ধির দৌড়ে জয়ী হলে
তবেই তো বাজিমাত!
আর বুদ্ধির দৌড়ে,
হলপ করে বলতে পারি,
পুরুষের কাঁধে কাঁধ
চোখে চোখ রাখতে পারো
তোমরা 'নারী'!
তোমরা তো অনেক সয়েছ,
যুগ যুগ ধরে
কেবল সয়েই গেছ!
সংসার পেতেছ
বাটনা বেটেছ।
ডালে ফোড়ন দেওয়ার দিন এবার শেষ হলো
এবার তোমরা স্কুলে যাও,
অফিসে যাও,
যব করো
মাথা তোলো।


অধিকারের জন্য
সন্মানের জন্য
লড়াই অনেক হয়েছে।
এবার লড়াইটা হোক
প্রতিশোধের জন্য।
পুরুষ তার পৌরুষ্যে ডুবে মরুক!
এবার আসুক নারীতন্ত্র!!
             ___০___