বছরের কটা মাস,,বসন্ত
ডালে ডালে ফূল
ফুলে পোকা, মধু!
তারপর
ঝাঁ ঝাঁ রোদে খাঁখাঁ মাঠ
মাঠে   অগুন
আগুন, লু!


যৌবনের কটা দিন
প্রেম,,,রোজ
হাতে হাত চোখে চোখ,
পার্কের ধারে নর্দমার উপর
বেঞিতে, এভাবেই কাটে।
তারপর প্রবল বর্ষা,বৃষ্টি,
মেঘ!
নর্দমা থেকে উপচে পড়া জল
ইঁদুরপচা- সহ
কুকুরে চাটে!