মনে হয়
ফিরে গেছি


যেখানে নিয়মিত চলাচল


সেখানে
কেউ নাই কোথাও


গোধূলীতে হেঁটে চলেছি
একা
রক্তিম আকাশে
বাদুরের উড়াউড়ি
তাদের গন্তব্যে তারা


আমার কোন গন্তব্য নেই আজ


ফিরে আসি
বাঁশঝাড়ের ভিতর দিয়ে
নদীর পথে
অল্প পানিতে
ঈষৎ ঠান্ডা


তারপর
দূরে ধানক্ষেতে
রাত্রি
চাঁদের আলোয় দেখা সবুজ
ধানের যুবতী চারা


সতেজ ঘাসে পা
আকাঁবাঁকা পথ


পথে হেঁটে হেঁটে
ভিন্ন পথ
নিমগাছে নীল ফুল


ঝরা পাপড়ি পথে
দূরে বাঁশঝাড়


দুধারে ভাঁটিফুল
বুনো গন্ধ।