দূরে
যারা যেখানে যাওয়ার যাচ্ছে
যারা এভাবে আসা যাওয়া করেছিল
তারা চলে গেছে দূরে
যার দুরত্ব মেপে লাভ নেই


শুধু ঘুরছি যেন


কলম নিয়ে
সাদা কাগজে ইচ্ছেমত কালো দাগ


যেন পা দুটো কলম
ভূপৃষ্ঠ সাদা কাগজ


যেন কালি ফুরোলেই ফেলে দেয়া কলম


নির্জন গোরস্থানে
পুঁতে ফেলা লাশ


তবু হাঁটতে হবে
কোথায় যাবো আজ?


আজ যাওয়ার কোথাও কোন জায়গা নেই।


মনে হয়
আমাকে কেউ নিয়ে যাক,
তার পছন্দের গাছ পাখি দেখাক।


আমি দেখবো।


চুপ করে।
কোন কিছুই বলার নেই।


কোথায় নিয়ে যাবে আমায়?
বলো।


ঐ দূর পাহাড়ে
নদীতে
নাকি সমুদ্রের তটে?
অথবা তোমার দু হাতে চেপে ধরো
আমার দু চোখ।
যেখানে অদেখা আরো নয়নাভিরাম।
কোমল।