কোথা থেকে আসে এইসব শূন্যতার বায়ুকুন্ডুলি
নির্জন বর্ষায়
কাকডাকা দুপুরে
রক্তিম গোধূলীতে
হিম কুয়াশার দিনে


মুহুর্তেই আসে
হিমরেণু মেখে
আবার চলেও যায়


এই ক্ষীণকালের শূন্যতার কুন্ডুলিগুলো
কি খবর নিয়ে আসে?


ফিসফিস করে কি কথা কয়?


হৃৎপিন্ডকে সরল দোলকের মত দুলিয়ে দিয়ে যায়.....
এক দখিনা হাওয়ায়......