দিন যত যায়
শুধুই ঘোর কেটে যায়
কেটে যায় মায়াও


সাদা কাগজে
কাটাকাটি


শুধু খুঁজি
কোথায় আশ্রয় পাবো


প্রার্থনায়
আল্লাহর কাছে
পরম করুণাময়ের কাছে


সংগিনীর কাছে


নিজের কাছে নিজেই
দূর কোন গাছপালার কাছে
যারা কথা বলে না
কিন্তু টেনে নেয়


আশ্রয় দেয়
পাইও


আবার আশ্রয়হীন হয়ে পড়ি


কেউ পারেনা দিতে
সময়ের ক্ষণে ক্ষণে পাল্টে যাওয়া
আশ্রয়ের দীর্ঘ সংগী হতে


প্রার্থনায় বসি আবার


দখিনের বাতাস থেকে আসে আশ্রয়ের হিম