দাশগ্রস্ত হলেই আমি -
ঘন সবুজ বাঁশঝাড় পেরিয়ে,
সিক্ত দূর্বাঘাস মাড়িয়ে,


কাচা রাস্তায় পড়ে আছে আধাকাচা ঝরাপাতা;
কান্নাভারী একটা ব্যথাতুর নীল আকাশ,
পথিকের দু'ফোটা দীর্ঘশ্বাস;


তারপর -


পুঞ্জিভূত খড়


হাঁসের মিছিল


মৃদু ভেজা কদমের গন্ধ ছড়িয়ে ছিটিয়ে চারদিক;
পুরাতন ডোবার স্বচ্ছ্ব মৃতজলের মাঝখানে
কলমিলতা,
তারও মাঝখানে দেখি
একটি নক্ষত্রের ফুল !
______________________