সব কথা ফুরিয়ে যাবে
তারপর নতুন কথা বানাতে হবে।


ভালো আছি জেনে জিজ্ঞাসা হবে,
খেয়েছি জেনেও জিজ্ঞাসা হবে খেয়েছি কিনা?
ভালোই।


কাজের কথা অনেক হবে,
অকাজেরও।।


তবুও
ফুরাবে কথা
কথা না বললেও চলে – অনেক অকথায় বলা যায় ।


তবুও বলতে হয়
মৃতদের সাথে আমাদের পার্থক্য গড়তে হলেও।


তাই না বললে হয় কি করে?
এসো কথা বলি প্রিয়
মুখোমুখি,
যা ইচ্ছা।