আজ জোছনার রুপালি বিচ্ছুরিত আলোকগুচ্ছ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে কাটা ধানক্ষেতে। শূন্য মাঠে ভরা হাহাকার। ঝিঁঝিঁ পোকাদের ক্লান্তহীন ডাক হাহাকারতার বুকে জীবন দান করছে। মেঘের ভিতর মাঝেমধ্যে লুকিয়ে পড়া চাঁদ মাদকতাপূর্ণ আধাঁরমিশ্রিত আলো ছড়িয়ে দেয়।
জোছনার আলো পৃথিবীর বুকে লেপ্টে দেয় এক সৌন্দর্যভরা নিরেট হাহাকার।
ডোবার জলে প্রতিফলিত চাঁদ আর জোনাকির ঝিকিমিকি আলো যে দ্যোতনা সৃষ্টি করে তা প্রকাশের ভাষা নেই, শুধুই রয়েছে চোখ ভরে পান করার মুহুর্ত।
খোলা কাঁচা রাস্তায় জোছনা শুয়ে পড়েছে - যেন অন্তহীন পথে। ইউক্যালিপটাস গাছের পাতার ফড়ফড় শব্দে জোছনার আলো চুমু দিয়ে যায় - আলো আর শব্দের দ্বান্দ্বিক মিশ্রণে নিউরন নিথর হয়ে উঠে ক্রমান্বয়ে।
দূরে বাশঁঝাড় - আধাঁরমিশ্রিত নীল আকাশ - সোনালী চাঁদ।