বেলা ফুরিয়ে যায়
কোলাহল থেমে যায়
পৃথিবীর বুকে নেমে আসে
এক শব্দ।
নৈঃশব্দ।
সে শব্দের সুর কানে নয় হৃৎপিন্ডে বাজে,
করুণ ধূসর নৈঃশব্দ।
আজ আমি নৈঃশব্দের সুরে মাতাল,
খুঁজি ফিরি 'শব্দ উৎস' চিরকাল।
কোন সে যন্ত্রের মন্ত্রধবনিতে
নৈঃশব্দের শব্দ আমাকে করেছে বধির,
ধীর - স্থির।


_________________