মানুষ কোন গাছ নয়,
তবু ডালপালা ভেঙে ভেঙে যায়।
মানুষ কোন পুরাতন বট নয়,
তবু একদিন শিকরসহ উপড়ে যায়।
মানুষ কোন ফুলের পাপড়ি নয়,
তবু ঝরে ঝরে যায়।
মানুষ কোন পুরাতন বই নয়,
তবু পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে যায়।
মানুষ একদলা এটেঁল মাটি নয়,
তবু ধুয়ে ধুয়ে ক্ষয়ে যায়।
মানুষ কোন প্রদীপের সলতে না,
তবু নিভু নিভু হয়ে নিভে যায়।
মানুষ নষ্ট দেয়ালের পলেস্তারা নয়,
তবু খসে খসে যায়।
মানুষ তাজা কাঠের দন্ড নয়,
তবু করাতের ধারা বয়ে যায়।
মানুষ স্বর্ণলতিকা নয়,
তবু নেতিয়ে জাপটে ধরে বাঁচতে চায়।


মানুষ চৈত্রের ধুলোবালি নয়,
তবু একদিন উড়ে যায়।


মানুষ কোন স্বচ্ছ কাচে অপ্রিয় দাগ নয়,
তবু মুছে দেয়।