হাঁসের ছেড়া পালকে ভর করে আসে বহু দিনের ক্লান্ত রাত্রি,
চাঁদের উষ্ণতায় ঝিকিমিকি করে এই ধূসর নিঝুম পৃথিবী।
তারাদের কোলাহলে জেগে উঠে অন্ধকারের আলোয় নিশাচর,
ঝিঝি পোকার গলা থেকে বেরিয়ে আসে এই পৃথিবীর প্রাচীন স্বর ।
অযতনে পরে থাকে দিনের বেলায় প্রত্যহ যে নগ্ন হাত ,
সে হাতের উপরে ম্লান চুম্বনে নেমে আসে উষ্ণ রাত ।