কার্তিকের আকাশের চাঁদের আলোতে মিশে বিষন্ন কুয়াশা ঘুরে ঘুরে বেড়ায়
বাঁশঝাড়, ঝাউবনে -
দেবদারু পাতার ফাঁকে ফাঁকে।
বার বার ফিরে ফিরে আসে এ কার্তিকের রাত।
তারপর -
বুকের ভিতরে খোপ থেকে উড়ে আসা এক দলহারা কবুতর দূর্বাঘাসের বুকে জমাট শীতের কুয়াশা ঠোঁটে মেখে ক্রগামত ডেকে উঠে......
ক্বুউম.... ক্বুউম.... ক্বুউম.......