এক বিকেলের শতাব্দীর পুরাতন চিলতে হাওয়া এসে ;
এ হৃদয়ের কোণে ঘাপটি মেরে বসে।
ব্যথা নয় - সুখ নয় - মনে ;
কি যেন এক অসঙ্গায়িত বীজ রোপন সংগোপনে ?
মহুয়ার গন্ধে মরে পড়ে থাকে
মন  ;
নীরব কোলাহলের মাঝে একলা একা একজন ;
হোগলা পাতার মতন দোদুল্যমান জীবন ।।
________________________________________