মানুষেরা মূলত হাঁটে
এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে
দৃষ্টির খোরাক খায়।


এক জায়গায় বসে, শুয়ে, দাঁড়িয়ে
বেশিক্ষণ থাকলে মৃত মৃত লাগে।


তাই তারা ঘুরে
জন্মের পর থেকে।


ঘুরে,
দুনিয়া ঘুরে
ওরাও ঘুরে।

হাঁটে
জন্মের পর থেকে বিবিধ রাস্তায়
মাটির কিংবা সু কু রাস্তায়।


তারপর একদিন শুয়ে পড়ে
আর হাঁটে না।